O Majhi Re - Original

হেই-হেইয়া হো-হো-হো-হো-হো হেইয়ো
হেই-হেইয়া হো-হো-হো-হো-হো হেইয়ো

হে মাঝি রে
খরস্রোতের উজান ঠেলে এই ময়ূরপঙ্খী চলে
খর নদীজলে

হেই-হেইয়া হো-হো-হো-হো-হো হেইয়ো
হেই-হেইয়া হো-হো-হো-হো-হো হেইয়ো

হে মাঝি রে
খরস্রোতের উজান ঠেলে এই ময়ূরপঙ্খী চলে
খর নদীজলে

হেই হেইয়া-হেইয়ো, হেই হেইয়া-হেইয়ো
হেই হেইয়া-হেইয়ো, হেই হেইয়া-হেইয়ো

রৌদ্রদেবের মাথায় ওরে লক্ষ মানিক জ্বলে (হেইয়ো-হেইয়ো)
এই তরণী তোমার আমার আশা নিয়া চলে (হেইয়ো-হেইয়ো)
পবন তোমার পায়ে ধরি, দিয়ো না ঝড় পালে (দিয়ো না ঝড় পালে)
জীবন মোদের বাঁধা আছে এই যে নায়ের হালে রে

(হে, খরস্রোতের উজান ঠেলে এই ময়ূরপঙ্খী চলে)
(খর নদীজলে)
হে মাঝি রে

হেই হেইয়ো-হেইয়ো, হেই হেইয়ো-হেইয়ো
হেই হেইয়ো-হেইয়ো, হেই হেইয়ো-হেইয়ো

এই নদী মোদের পিতা-মাতা, বাঁচি তারই পুণ্যফলে (হেইয়ো-হেইয়ো)
ধর স্রোতে দাড় সবাই তোরা শক্ত মুঠি বলে (হেইয়ো-হেইয়ো)
পথে আছে আঁধার-দানব, নেয় যে আলো কাড়ি (তবু দেবো পাড়ি)
ও রে, বড়ো মাঝি-ছোট মাঝি দিচ্ছে রে হাল ছাড়ি রে

(হে, খরস্রোতের উজান ঠেলে এই ময়ূরপঙ্খী চলে)
(খর নদীজলে)
হে মাঝি রে

হেই হেইয়ো-হেইয়ো, হেই হেইয়ো-হেইয়ো
ওহ (হেই হেইয়ো-হেইয়ো, হেই হেইয়ো-হেইয়ো...)



Credits
Writer(s): Salil Choudhury, Gouri Prasanna Majumdar
Lyrics powered by www.musixmatch.com

Link