Jabei Jakhan

যাবেই যখন ভেঙে ঘরের আগল
ফিরে দেখো না, দেখো না পিছুটানে
ভরা থাকুক শুধু হাতে আজও
কিছু কবিতা আর ভাঙ্গা গানে
স্বপ্নদেশ আজ হারায় একা
একলা হাওয়ায় কান্না রাখা
স্বপ্নদেশ আজ হারায় একা
একলা হাওয়ায় কান্না রাখা

সন্ধ্যে নামা জানলা ধরে
চোখ মেলে আছো যখন ঐ সুদূরে
সন্ধ্যে নামা ঐ জানলা ধরে
চোখ মেলে আছো যখন ঐ সুদূরে
ভিজলো কি কেউ তোমার ব্যথায়?
ভিজলো কি কেউ তোমার ব্যথায়?
এই শ্বাসে পরবাস কেউ কি জানে?

স্বপ্নদেশ আজ হারায় একা
একলা হাওয়ায় কান্না রাখা
স্বপ্নদেশ আজ হারায় একা
একলা হাওয়ায় কান্না রাখা

হারালো না, হারালো দেশ
রোদে ডানা মন হারালো সবুজ নিমেষ
হারালো না, আর হারালো দেশ
রোদে ডানা মন হারালো সবুজ নিমেষ
এখন চলা ছায়ায় ছায়ায়
এখন চলা ছায়ায় ছায়ায়
নিভা রঙ তারায় তারায় সাঁঝের গানে

স্বপ্নদেশ আজ হারায় একা
একলা হাওয়ায় কান্না রাখা
স্বপ্নদেশ আজ হারায় একা
একলা হাওয়ায় কান্না রাখা
স্বপ্নদেশ আজ হারায় একা
একলা হাওয়ায় কান্না রাখা



Credits
Writer(s): Arna Seal, Srikanto Acharya
Lyrics powered by www.musixmatch.com

Link