Udasin Saradin

উদাসীন সারাদিন, কাটে দিন, কেটে যায়
খুঁজে যায় তোমাকে এ কথায় সে কথায়
উদাসীন সারাদিন, কাটে দিন, কেটে যায়
খুঁজে যায় তোমাকে এ কথায় সে কথায়
উদাসীন সারাদিন, কাটে দিন, কেটে যায়

জানি না কেন আজ হেঁটে যাই যতদূর
আলোছায় না দেখায় কি যেন বাজে সুর
ও জানি না কেন আজ হেঁটে যাই যতদূর
আলোছায় না দেখায় কি যেন বাজে সুর
আলোছায় না দেখায় কি যেন বাজে সুর
সে সুরে...
সে সুরে ভাসে মন দু'চোখের আঙিনায়
বুকে কোন অকারণ তোমাকে লিখে যায়

উদাসীন সারাদিন, কাটে দিন, কেটে যায়

যেভাবে ঝরা প্রাণ খোঁজে গান আকাশে
যেভাবে ফেরে কেউ শ্রাবণের বাতাসে
যেভাবে ঝরা প্রাণ খোঁজে গান আকাশে
যেভাবে ফেরে কেউ শ্রাবণের বাতাসে
যেভাবে ফেরে কেউ শ্রাবণের বাতাসে
সেভাবে...
সেভাবে আজ মন তোমাকে ফিরে চায়
চেনা পথ যেতে চায় চেনা সেই ঠিকানায়

উদাসীন সারাদিন, কাটে দিন, কেটে যায়
খুঁজে যায় তোমাকে এ কথায় সে কথায়
উদাসীন সারাদিন, কাটে দিন, কেটে যায়



Credits
Writer(s): Arna Seal, Srikanto Acharya
Lyrics powered by www.musixmatch.com

Link