Ami Tor Kachei Aachi

আমি তোর কাছেই আছি

আমি তোর কাছেই আছি
সাথেই বাঁচি, কানামাছি খেলে যাই
আমি তোর একার আকাশ, বুকের বাতাস
যখন যা চাস আমি তাই

আমি তোর কাছেই আছি
সাথেই বাঁচি, কানামাছি খেলে যাই
আমি তোর একার আকাশ, বুকের বাতাস
যখন যা চাস আমি তাই

আমি রং রামধনুতে
আসি তোর বন্ধু হতে
আমি ঐ মেঘের মিড়ে, পাখির নীড়ে
তোকেই ফিরে পাই
আমি তোর কাছেই আছি

আমি তোর কাছেই আছি
সাথেই বাঁচি, কানামাছি খেলে যাই
আমি তোর একার আকাশ, বুকের বাতাস
যখন যা চাস আমি তাই

আমি তোর স্বপ্ন ছুঁয়ে
থাকি দূর তারায় শুয়ে
সারারাত নদীর জলে
আমাদের গল্প দোলে

আমি তোর স্বপ্ন ছুঁয়ে
থাকি দূর তারায় শুয়ে
সারারাত নদীর জলে
আমাদের গল্প দোলে

আমি তোর বুকের ভেতর
হবে ভোর ভয় কি রে তোর?
আমি সেই ভোরের সুরে নতুন করে
তোকেই পেতে চাই
আমি তোর কাছেই আছি

আমি তোর কাছেই আছি
সাথেই বাঁচি, কানামাছি খেলে যাই
আমি তোর একার আকাশ, বুকের বাতাস
যখন যা চাস আমি তাই

আমাদের কান্না নিয়ে
উঠে চাঁদ জ্যোৎস্না রাতে
আমি তোর সকল জেতায়
আমি তোর সব হারাতে

আমাদের কান্না নিয়ে
উঠে চাঁদ জ্যোৎস্না রাতে
আমি তোর সকল জেতায়
আমি তোর সব হারাতে

বাজি রোজ ব্যথার মতো
দোতারার দুইটি তারে
আসলে তুই তো আমি
ব্যথা তাই গাইতে পারে

বাজি রোজ ব্যথার মতো
দোতারার দুইটি তারে
আসলে তুই তো আমি
ব্যথা তাই গাইতে পারে

আমি তোর ছন্দ তুলি
আমি তোর স্পন্দে দুলি
আমি সেই ফুলের মধু
তোকেই শুধু নতুন করে গাই
আমি তোর কাছেই আছি

আমি তোর কাছেই আছি
সাথেই বাঁচি, কানামাছি খেলে যাই
আমি তোর একার আকাশ, বুকের বাতাস
যখন যা চাস আমি তাই

আমি তোর কাছেই আছি
সাথেই বাঁচি, কানামাছি খেলে যাই
আমি তোর একার আকাশ, বুকের বাতাস
যখন যা চাস আমি তাই



Credits
Writer(s): Amit Bandyopadhyay, Saikat Kundu
Lyrics powered by www.musixmatch.com

Link