E Ganer Mon

এ গানের মন তোমারই সুরে দাঁড়িয়ে ছিলো আগুনে পুড়ে
তোমারই কথার, লুকোনো ব্যথার কিছুটা বলে, না বলা জুড়ে
এ গানের মন তোমারই সুরে দাঁড়িয়ে ছিলো আগুনে পুড়ে
এ গানের মন

শ্রাবণে মন রেখে, কুসুমে কুসম মেখে
শ্রাবণে মন রেখে, কুসুমে কুসম মেখে
এলো সে প্রেমে, দু'চোখে নেমে
এলো সে প্রেমে, দু'চোখে নেমে
এ গানের মন তোমারই সুরে দাঁড়িয়ে ছিলো আগুনে পুড়ে
এ গানের মন

যে ডাকে আমায় একা, কখনো কি তার দেখা
যে ডাকে আমায় একা, কখনো কি তার দেখা
দু'চোখে ভেসে আমাতে মেশে
দু'চোখে ভেসে আমাতে মেশে
এ গানের মন তোমারই সুরে দাঁড়িয়ে ছিলো আগুনে পুড়ে
তোমারই কথার, লুকোনো ব্যথার কিছুটা বলে, না বলা জুড়ে
এ গানের মন



Credits
Writer(s): Saikat Kundu
Lyrics powered by www.musixmatch.com

Link