Andhakarer Pare

অন্ধকারের পরে বন্ধ দরজা খুলে সূর্যটা ঠিক উঠে যায়
কান্না পেতে পেতে হঠাৎ করে বন্ধুটা ঠিক জুটে যায়

অন্ধকারের পরে বন্ধ দরজা খুলে সূর্যটা ঠিক উঠে যায়
কান্না পেতে পেতে হঠাৎ করে বন্ধুটা ঠিক জুটে যায়

হাতটা বাড়াই তাই তোমার দিকে
ডাকি ঝাপসা চোখে তোমায়
তুমি হাতটা তোমার দাও, হাতটা তোমার...
হাতটা তোমার আমায়

রু রু রু রু রু রু
রু রু রু রু রু রু

সাদাকালো রং ফিকে হয় যে হঠাৎ
যায় যন্ত্রণায় হারিয়ে কোথায়
বেসুরো কথাগুলো ঝাড়তে ঝাড়তে ধুলো
হঠাৎই গান খুঁজে পায়

দিতে যায় ঘুমঘোর
নতুন একটা ভোর আসে আমার জানলায়
তুমি সুরটা তোমার দাও, সুরটা তোমার...
সুরটা তোমার আমায়

রু রু রু রু রু রু
রু রু রু রু রু রু

চেনা অচেনায় নানা গোলকধাঁধায়
মন আমার পথটা হারায়
মনের কথা নিয়ে
একা একা ঘুরে মরি ক্লান্ত একলা রাস্তায়

হঠাৎ এসে তুমি পাশে দাঁড়াও
আসে নতুন স্বপ্ন পায়ে পায়ে
আমি খুঁজছি যাকে ঠিক পাই যে তাঁকে
আমি খুঁজে পাই ঠিকই আমায়

রু রু রু রু রু রু
রু রু রু রু রু রু
রু রু রু রু রু রু
রু রু রু রু রু রু
রু রু রু...



Credits
Writer(s): Neel Dutta, Souvik Mishra
Lyrics powered by www.musixmatch.com

Link