Raasta

চলছে আমার রাস্তা, রাস্তা উদ্দেশ্যহীন
ফুরিয়ে যাচ্ছে highway জুড়ে আরও একটা দিন
আরও অনেক অনেক দূর পরের শহর
চলতে হবে আমায় রাত্রি-ভোর
নেই যে আমার কোনো অবসর
যদি খুঁজে পাওয়া যেতো একটা ঘর!

আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছুটান
ছিলো না গন্তব্য, শুধু ছিলো অনেক গান
সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে
আমার অজান্তে রাস্তার ধারে
যদি খুঁজে পাওয়া যেতো হঠাৎ করে!
যদি খুঁজে পাওয়া যেতো ঠিকানা!

কেউ কোথাও আছে আমার জন্য অপেক্ষায়
কেউ কি বসে আছে আমার জন্য এ রাস্তায়?

একটা হারিয়ে যাওয়ার উন্মাদনা, স্বাধীন থাকার জিহাদ
ভেঙেছিলাম ঘর করে সম্পর্ক বরবাদ
সেই ঘরের উঠোন ডাকছে আবার আমায়
সেই ঘরের গন্ধ, ঘরের উষ্ণতায়
একটা ফর্সা চাদর ফর্সা বিছানায়
একটা radio-তে ছেলেবেলার গান

ঝাপসা আমার highway, ঝাপসা আজ হৃদয়
ক্লান্ত এই শরীর আজ থেমে যেতে চায়
তবু রাস্তা সে তো থামতে দেবে না
এই রাস্তা কোথাও পৌঁছে দেবে না
এই ক্লান্তি সে তো রাস্তা ভাবে না
রাস্তা কেবল রাস্তাই থেকে যায়

কেউ কোথাও আছে আমার জন্য অপেক্ষায়
কেউ কি বসে আছে আমার জন্য এ রাস্তায়?
কেউ কোথাও আছে আমার জন্য অপেক্ষায়
কেউ কি আদৌ আছে, বসে আছে এ রাস্তায়?

কেউ কোথাও আছে আমার জন্য অপেক্ষায়
কেউ কি বসে আছে আমার জন্য এ রাস্তায়?
কেউ কোথাও আছে আমার জন্য অপেক্ষায়



Credits
Writer(s): Neel Dutt, Anjan Dutt
Lyrics powered by www.musixmatch.com

Link