Nayan Sarasi Keno Bhoreche Jaale

নয়ন সরসী কেন ভরেছে জলে?
কত কি রয়েছে লেখা কাজলে কাজলে

নয়ন সরসী কেন ভরেছে জলে?
কত কি রয়েছে লেখা কাজলে কাজলে
নয়ন সরসী কেন?

বেদনার কলি তুমি দাও ভালোবেসে বঁধু
বেদনার কলি তুমি দাও ভালোবেসে বঁধু
ফুল ফোটানোর ছলে আমি ভরে দেবো মধু
সারা মন কেন তুমি চোখে সাজালে?
কত কি রয়েছে লেখা কাজলে কাজলে
নয়ন সরসী কেন?

জনম সফল হবে বঁধুয়ার ঘরে আজ
শরমের আড়ালেতে দেখা যাবে ফুলসাজ
নিশিরাতে বিরহের
নিশিরাতে বিরহের বাঁশি ওরে কে বাঁজায়?
ভালোবেসে কেন বঁধু আজ শুধু কেঁদে যায়?
সেধে সেধে কেন তুমি মরণ নিলে?
কত কি রয়েছে লেখা কাজলে কাজলে

নয়ন সরসী কেন ভরেছে জলে?
কত কি রয়েছে লেখা কাজলে কাজলে
নয়ন সরসী



Credits
Writer(s): Kishore Kumar, Mukul Dutta
Lyrics powered by www.musixmatch.com

Link