Opare Thakbo Ami (From "Jibon Maran")

ওপারে থাকবো আমি
তুমি রইবে এপারে
শুধু আমার দু'চোখ ভরে
দেখবো তোমারে
ওপারে থাকবো আমি
তুমি রইবে এপারে
শুধু আমার দু'চোখ ভরে
দেখবো তোমারে

পড়বে যখন মালা আর চন্দন
ওই রাঙা চেলি আর ফুল রাখি বন্ধন
মিলন রাতের প্রদীপ হয়ে আমি
জ্বলবো বাসরে
ওপারে থাকবো আমি
তুমি রইবে এপারে
শুধু আমার দু'চোখ ভরে
দেখবো তোমারে

মন্ত্রে যখন এক হবে দু'টি মন
এক শুভ দৃষ্টিতে মিলে যাবে দু'নয়ন
ভালো লাগার আবেশ হয়ে আমি
থাকবো অন্তরে

ফুটবে যখন চৈত্র দিনের ফুল
আর সোহাগের নদী ভেঙ্গে যাবে তার কূল
তখন আমি গানের পাখি হবো
দূর আকাশ পারে

ওপারে থাকবো আমি
তুমি রইবে এপারে
শুধু আমার দু'চোখ ভরে
দেখবো তোমারে
দেখবো তোমারে



Credits
Writer(s): Pulak Bandyopadhyay, Das Ajoy
Lyrics powered by www.musixmatch.com

Link