Gane Mor Kon Indradhanu (From "Agnipariksha")

গানে মোর কোন ইন্দ্রধনু
আজ স্বপ্ন ছড়াতে চায়
হৃদয় ভরাতে চায়
গানে মোর কোন ইন্দ্রধনু
আজ স্বপ্ন ছড়াতে চায়
হৃদয় ভরাতে চায়
গানে মোর-

মিতা মোর কাকলি-কুহূ
সুর শুধু যে ঝরাতে চায়
আবেশ ছড়াতে চায়

প্রাণে মোর-

মৌমাছিদের গীতালি
পাখায় বাজায় মিতালি
মৌমাছিদের গীতালি
পাখায় বাজায় মিতালি
মীড়-দোলনো, মীড়-দোলানো সুরে আমার
কণ্ঠে মালা পরাতে চায়, হায়

মিতা মোর কাকলি-কুহূ
সুর শুধু যে ঝরাতে চায়
আবেশ ছড়াতে চায়

প্রাণে মোর-



Credits
Writer(s): Anupam Ghatak, Gouri Prasanna Majumdar
Lyrics powered by www.musixmatch.com

Link