Phooler Kane Bhramar Aane (From "Agnipariksha")

ফুলের কানে ভ্রমর আনে স্বপ্নভরা সম্ভাষণ
এই কি তবে বসন্তেরই নিমন্ত্রণ?

দখিন হাওয়া এলো ঐ বন্ধু হয়ে তাই কি আজ
কণ্ঠ আমার জড়িয়ে ধরে জানায় শুধু আলিঙ্গন

ফুলের কানে ভ্রমর আনে স্বপ্নভরা সম্ভাষণ
এই কি তবে বসন্তেরই নিমন্ত্রণ?

ঐ যে বনফুলের বন দোলে
তাই কি আমারই এ মন দোলে, দোলে গো, মন দোলে?
পথিক পাখি যায় উড়ে যায় কোন সে দূরে, যায় গো যায়
মুগ্ধ প্রাণে যায় যে এঁকে পাখার ছায়ায় আলিম্পন

আজ আমার কণ্ঠ ভরে সুর এলো
আর কাছে আরো আপন হয়ে দূর এলো

নতুন করে তাই যেন গো আজ নিজেরে পাই যে পাই
প্রাণে আমার পরশ ছোঁয়ায় কিছু পাওয়ার শুভক্ষণ

ফুলের কানে ভ্রমর আনে স্বপ্নভরা সম্ভাষণ
এই কি তবে বসন্তেরই নিমন্ত্রণ?



Credits
Writer(s): Anupam Ghatak, Gouri Prasanna Majumdar
Lyrics powered by www.musixmatch.com

Link