Radhe Monta Rekhe Eli

রাধে, রাধে
রাধে মনটা রেখে এলি বল কোন মথুরায়
রাধে মনটা রেখে এলি বল কোন মথুরায়
একবার মন দিলে হায়রে
তারে একবার মন দিলে হায়রে
আর কি ফেরানো যায়
রাধে মনটা রেখে এলি বল কোন মথুরায়
রাধে মনটা রেখে এলি বল কোন মথুরায়

যে ডোরে রয় বাঁধা এ মন
সে যে বড়ই মজার বাঁধন
যে ডোরে রয় বাঁধা এ মন
সে যে বড়ই মজার বাঁধন
বাহিরে আলগা হলে ভিতরে জড়ায়

তারে একবার মন দিলে হায়রে
তারে একবার মন দিলে হায়রে
আর কি ফেরানো যায়
রাধে মনটা রেখে এলি বল কোন মথুরায়
রাধে মনটা রেখে এলি বল কোন মথুরায়

রাধে প্রেম কি কাঁচের চুড়ি
রাধে প্রেম তো ঠুনকো নয়
যদি আঘাত লাগে ভাঙবার নেইকো ভয়
রাধে প্রেম কি কাঁচের চুড়ি
রাধে প্রেম তো ঠুনকো নয়
যদি আঘাত লাগে ভাঙবার নেইকো ভয়

নাইবা রইল কাছে কাছে
তোরই বধূ তোরই আছে
নাইবা রইল কাছে কাছে
তোরই বধূ তোরই আছে
কালা যে লুকিয়ে আছে নয়নতারায়

তারে একবার মন দিলে হায়রে
তারে একবার মন দিলে হায়রে
আর কি ফেরানো যায়
রাধে মনটা রেখে এলি বল কোন মথুরায়
রাধে মনটা রেখে এলি বল কোন মথুরায়
রাধে, রাধে



Credits
Writer(s): Nachiketa Ghosh, Pronab Roy
Lyrics powered by www.musixmatch.com

Link