E Byatha Ki Je Byatha

এ ব্যাথা কি যে ব্যাথা বোঝে কি আনজনে
এ ব্যাথা কি যে ব্যাথা বোঝে কি আনজনে
সজনি আমি বুঝি মরেছি মনে মনে
একে তো ফাগুন মাস দারুন এ সময়
লেগেছে বিষম চোট কি জানে কি হয়
এ ব্যাথা কি যে ব্যাথা বোঝে কি আনজনে
এ ব্যাথা কি যে ব্যাথা বোঝে কি আনজনে
সজনি আমি বুঝি মরেছি মনে মনে
একে তো ফাগুন মাস দারুন এ সময়

অঙ্গে চোট পেলে সে ব্যাথা সারাবার
হাজার রকমের ওষধি আছে তার
অঙ্গে চোট পেলে সে ব্যাথা সারাবার
হাজার রকমের ওষধি আছে তার
মরমে চোট পেলে সারেনা এ জীবনে
সজনি আমি বুঝি মরেছি মনে মনে
একে তো ফাগুন মাস দারুন এ সময়
লেগেছে বিষম চোট কি জানে কি হয়

বাতাসে বাঁশি বাজে কেবলি ডাকে হায়
শিকলি কাটা মন লুকিয়ে যেতে চায়
বাতাসে বাঁশি বাজে কেবলি ডাকে হায়
শিকলি কাটা মন লুকিয়ে যেতে চায়
এ চোট পেয়ে রাধা মরেছে বৃন্দাবনে
সজনি আমি বুঝি মরেছি মনে মনে
একে তো ফাগুন মাস দারুন এ সময়
লেগেছে বিষম চোট কি জানে কি হয়

কি জানি কি হয়...



Credits
Writer(s): Nachiketa Ghosh, Pronab Roy
Lyrics powered by www.musixmatch.com

Link