Obhijaan

প্রিয়তমা শুতে যাও
চোখ থেকে জল মুছে নাও
আজ তোমার কোনো কান্নাও
রুখতে পারবেনা আমায়

ভোর হয়ে আসছে যে
ফিরে যেতে হবে জাহাজে
ডাক দিয়েছে আমায় অভিযান
ডাক দিয়ে গেছে সময়, সময়

দেখো ভোরের আলোয়
প্রিয় জাহাজ আমার অপেক্ষায় দাঁড়িয়ে
ফিরে আসব, হ্যাঁ আসব
বছর না ফুরোতেই

তাই পাড়ি দিয়েছি
নতুন দেশ খুঁজে পেয়েছি
বাঁধা দিয়েছে ঝড়ের অন্তরীপ
তবু হারিনি আমি, আমি

মনে করেছি তোমার কথা
ভয়ে কাঁপিনি অযথা
তাই আমার এ সফলতা
নতুন পথ চিনি আমি, আমি

মাঝ সমুদ্রে যখন উঠেছে ঝড়
তখন, আমি পেয়েছি ঈশ্বর এর খোঁজ
দেখেছি স্বপ্নে তোমায় রোজ

আমি দেখেছি নতুন জনপদ
তোমার জন্য এনেছি সম্পদ

ও আমি দেখেছি নতুন জনপদ
তোমার জন্য এনেছি সম্পদ

দারুচিনি, লবঙ্গ, মণিমুক্ত এই
বিরহে, মাশুল আমার
দূর থেকে মনে হয়েছে
জাহাজ ডুবে যায় দিগন্তে

কিন্তু এখন আমি জেনেছি
যে পৃথিবীটা গোলাকার
গ্যালিলিও, গ্যালিলিও বলেছিলেন
মানুষ একদিন ডানা পাবে

হরিদাসও পেয়ে যাবে তার ডানা
আর আনন্দে উড়ে যাবে
আকাশ থেকে হরিদাস
যখন পৃথিবীর দিকে তাকাবে

নীল আর সবুজ এই পৃথিবী
নির্ঘাত তাকে চমকাবে
সে বলবে, আমি দেখেছি
দেখেছে চোখ, আর আমার এ রোগ

এই প্রত্যয়, তোমাদের হোক
আগামীর হোক, আগামীর হোক
সে বলবে, আমি দেখেছি
দেখেছে চোখ, আর আমার এ রোগ

এই প্রত্যয়, তোমাদের হোক
আগামীর হোক, আগামীর হোক



Credits
Writer(s): Rupam Islam
Lyrics powered by www.musixmatch.com

Link