Songhoti Jaanai

আমি মানুষের স্বাধীনতা চাই
আছি মানুষের বিপ্লবে তাই
তাই যতদূরে হোক না লড়াই
আমি সংহতি জানাই

ছাত্রেরা বাক-স্বাধীনতা চায়
ওরা হাঁটে যুক্তির রাস্তায়
সেই সড়কে অগাধ বিশ্বাস
আমার তাই সংহতি জানাই

তুমি লেঠেল পাঠালে প্রশাসক
তুমি বশ্যতা চাও বিরোধীর
জেনে নাও সবাই নয় স্তবক
ওরা আগুন নতুন পংক্তির

বুঝে দূর-প্রদেশের অভিমান
ওরা গেয়েছে বিদ্রোহের গান
এটা সাহসী প্রেমের পরিচয়
এটাই শুদ্ধতা বিপ্লবীর

শোনো কানপেতে বিবেক নিধান
কেউ দিচ্ছেন সাহস যোগান
তাকে স্তব্ধ করলো ফেসবুক
আমি তার মুক্তি ফিরে চাই

এটা জমায়েত স্বাধীন মনের
এটা ইশারা সেই free zone-এর
যেখানে শেষমেষ আমরা সবাই
সবাই সব চুক্তি ছিঁড়ে যাই

ওহে আমার দেশের যুবদল
হও যুদ্ধে-যুদ্ধেই সবল
চলো রাষ্ট্রের ছোবল খেয়ে
লড়ার পদ্ধতি বানাই

চলো নতুন প্রশ্ন তুলে দিই
অচলায়তনে আবার ঘা দিই
স্বচ্ছ মনন লড়ুক আজাদির লড়াই
আমি সংহতি জানাই



Credits
Writer(s): Rupam Islam
Lyrics powered by www.musixmatch.com

Link