Treta Juge Sita Sati

ত্রেতাযুগে সীতা সতী, দ্বাপরে শ্রী রাধা

ত্রেতাযুগে সীতা সতী, দ্বাপরে শ্রী রাধা
ত্রেতাযুগে সীতা সতী, দ্বাপরে শ্রী রাধা
মা সারদা নামে তুমি ঘোর কলিতে বাঁধা
মা সারদা নামে তুমি ঘোর কলিতে বাঁধা
দ্বাপরে শ্রী রাধা
ত্রেতাযুগে সীতা সতী, দ্বাপরে শ্রী রাধা

সাধারণ এক গ্রামের মেয়ে
অসাধারণ সবার চেয়ে
আরে সাধারণ এক গ্রামের মেয়ে
অসাধারন সবার চেয়ে
শ্রীরামকৃষ্ণের ধর্মে কর্মে
আহা শ্রীরামকৃষ্ণের ধর্মে কর্মে
তুমি মাগো আধা
শ্রীরামকৃষ্ণের ধর্মে কর্মে
তুমি মাগো আধা
মা সারদা নামে তুমি ঘোর কলিতে বাঁধা
মা সারদা নামে তুমি ঘোর কলিতে বাঁধা

শক্তি বিনা ভগবানের হয় না আরাধনা
তাই যুগে যুগে পৃথিবীতে তোমার আনাগোনা
মাগো তোমার আনাগোনা
শক্তি বিনা ভগবানের হয় না আরাধনা
তাই যুগে যুগে পৃথিবীতে তোমার আনাগোনা
মাগো তোমার আনাগোনা

আরে লোকের চোখের অন্তরালে
লীলা তোমার মহাকালে, মাগো
লোকের চোখের অন্তরালে
লীলা তোমার মহাকালে
পরমা প্রকৃতি তুমি
আরে পরমা প্রকৃতি তুমি
মা সারদা নিয়তি
তুমি ভক্তি রূপে সাধা
ঘোর কলিতে বাঁধা

ত্রেতাযুগে সীতা সতী, দ্বাপরে শ্রী রাধা
মা সারদা নামে তুমি, ঘোর কলিতে বাঁধা
মা সারদা নামে তুমি, ঘোর কলিতে বাঁধা
ঘোর কলিতে বাঁধা
ত্রেতাযুগে সীতা সতী, দ্বাপরে শ্রী রাধা



Credits
Writer(s): Anup Ghoshal, Ranjit Guha
Lyrics powered by www.musixmatch.com

Link