Dharme Karme Marme Tumi

ধর্মে কর্মে মর্মে তুমি
সিদ্ধি স্বরুপিনী
ধর্মে কর্মে মর্মে তুমি
সিদ্ধি স্বরুপিনী
আদি ও অন্তে শ্রীমা সারদা
আদি ও অন্তে শ্রীমা সারদা
এই কথা শুধু আমি জানি
ধর্মে কর্মে মর্মে তুমি
সিদ্ধি স্বরুপিনী

ধ্যান আর জ্ঞান ফুল চন্দন তোমার বন্দনায়
ধ্যান আর জ্ঞান ফুল চন্দন তোমার বন্দনায়
ভক্তি মুক্তি যুক্ত যেন
ভক্তি মুক্তি যুক্ত যেন
চিত্ত চেতনায়

মা তোমাতে রুপে অরুপে
মা তোমাতে রুপে অরুপে
সাধনে ভজনে শুধু জানি
ধর্মে কর্মে মর্মে তুমি
সিদ্ধি স্বরুপিনী

আদি ও অন্তে শ্রীমা সারদা
আদি ও অন্তে শ্রীমা সারদা
এই কথা শুধু আমি জানি
ধর্মে কর্মে মর্মে তুমি
সিদ্ধি স্বরুপিনী

স্বগুণা-নির্গুণা, যোগী-ত্যাগী
দু'য়ের এক আধার
স্বগুণা-নির্গুণা, যোগী-ত্যাগী
দু'য়ের এক আধার
জীবোদ্ধার মহান ব্রতে
জীবোদ্ধার মহান ব্রতে
তোমার অঙ্গীকার

নিত্য অনিত্য জীবনে মরণে
নিত্য অনিত্য জীবনে মরণে
তোমার চরণে প্রণতিখানি

ধর্মে কর্মে মর্মে তুমি
সিদ্ধি স্বরুপিনী
আদি ও অন্তে শ্রীমা সারদা
আদি ও অন্তে শ্রীমা সারদা
এই কথা শুধু আমি জানি
ধর্মে কর্মে মর্মে তুমি
সিদ্ধি স্বরুপিনী, মা
সিদ্ধি স্বরুপিনী, মা
সিদ্ধি স্বরুপিনী



Credits
Writer(s): Anup Ghoshal, Ranjit Guha
Lyrics powered by www.musixmatch.com

Link