Pagol

এক মুখ দাড়ি গোঁফ

এক মুখ দাড়ি গোঁফ
অনেক কালের কালো ছোপ ছোপ
জট পড়া চুলে তার উকুনের পরিপাটি সংসার

পিচুটি চোখের কোণে দৃষ্টি বিস্মরণে মগ্ন
বাবু হয়ে ফুটপাথে একা একা দিন রাত রঙ্গে

পাগল
পাগল, সাপ লুডো খেলছে বিধাতার সঙ্গে

এক মুখ দাড়ি গোঁফ
অনেক কালের কালো ছোপ ছোপ
জট পড়া চুলে তার উকুনের পরিপাটি সংসার

পিচুটি চোখের কোণে দৃষ্টি বিস্মরণে মগ্ন
বাবু হয়ে ফুটপাথে একা একা দিন রাত রঙ্গে

পাগল
পাগল, সাপ লুডো খেলছে বিধাতার সঙ্গে

চালচুলো নেই তার, নেই তার চেনা বা অচেনা
আদমশুমারি হলে তার মাথা কেউ গুনবে না

তার ভোট চাইবে না গণতান্ত্রিক কোনো প্রার্থী
সরকারে দরকার নেই তাই নিজের সুড়ঙ্গে

পাগল
পাগল, সাপ লুডো খেলছে বিধাতার সঙ্গে

বটতলা চুম্বন পদ্ধতি, পেটমোটা ব্যাকরণ বই
ধর্ম বা রাজনীতি, ঠাকুরের ছবি থেকে হরিবোল খই
সারিবাদী সালসা বা ভোগীর লালসা আর আভোগী তে গান
হঠাৎ হাসপাতালে অকারণে ফাঁকতালে মহাপ্রয়াণ
Video cassette-এ আর নীল sofa set-এ বসে মিঠে খুনসুটি

Lock out কারখানায় তামাদি মজুরি আর কেড়ে নেওয়া রুটি
জগতে যা কিছু আছে কিছু নেই তার অনুসঙ্গে

পাগল
পাগল, সাপ লুডো খেলছে বিধাতার সঙ্গে
সাপ লুডো খেলছে বিধাতার সঙ্গে



Credits
Writer(s): Suman Chattopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link