Benche Thakar Gaan - Reprise

যদি কেড়ে নিতে বলে
কবিতা ঠাসা খাতা
যেনো কেড়ে নিতে দেবো না
যদি ছেড়ে যেতে বলে
শহুরে কথকতা
যেনো আমি ছাড়তে দেবো না

যদি কেড়ে নিতে বলে
কবিতা ঠাসা খাতা
যেনো কেড়ে নিতে দেবো না
যদি ছেড়ে যেতে বলে
শহুরে কথকতা
যেনো আমি ছাড়তে দেবো না

আর আমি আমি জানি জানি
চোরাবালি কতোখানি
গিলেছে আমাদের রোজ
আর আমি আমি জানি জানি
প্রতি রাতে হয়রানি
হারানো শব্দের খোজ

আর এভাবেই নরম বালিশে
তোমার ঐ চোখের নালিশে
বেঁচে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান

আর এভাবেই মুখের চাদরে
পরিচিত হাতের আদরে
সুখে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান

যদি নিমেষে হারালে
জীবনে পরিপাটি
তবু হেরে যেতে দেবো না
যদি বেচে দিতে বলে
শিকড়ে বাধা মাটি
যেনো আমি বেচতে দেবো না

আর আমি আমি জানি জানি
চোরা বালি কতোখানি
গিলেছে আমাদের রোজ
আর আমি আমি জানি জানি
প্রতি রাতে হয়রানি
হারানো শব্দের খোজ

আর এভাবেই নরম বালিশে
তোমার ঐ চোখের নালিশে
বেঁচে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান

আর এভাবেই মুখের চাদরে
পরিচিত হাতের আদরে
সুখে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান

আর আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি...



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link