Amar Na Jodi Thake Sur

আমার না যদি থাকে সুর
তোমার আছে তুমি তা দেবে
তোমার গন্ধহারা ফুল
আমার কাছে সুরভি নেবে
এরই নাম প্রেম

জীবনে যা গৌরব হয়
মরণেও নেই পরাজয়
জীবনে যা গৌরব হয়
মরণেও নেই পরাজয়

চোখের স্মৃতির মণিদীপ
মনের আলোয় কভু কি নেভে

এরই নাম প্রেম
এরই নাম প্রেম
এরই নাম প্রেম
এরই নাম প্রেম

দুজনেই দুজনাতে মুগ্ধ
দুজনার বুকে কত সুন্দর
দুজনার গীতালীর ছন্দে
তন্ময় দুজনার অন্তর

এর কাছে স্বর্গ-সুধার
বেশী আছে মূল্য কি আর
এর কাছে স্বর্গ-সুধার
বেশী আছে মূল্য কি আর

আমার দেবতা সেও তাই
প্রেমের কাঙাল পেয়েছি ভেবে

এরই নাম প্রেম
এরই নাম প্রেম
এরই নাম প্রেম
এরই নাম প্রেম



Credits
Writer(s): Pulak Banerjee, Manna Dey
Lyrics powered by www.musixmatch.com

Link