Andhakarer Antarete Ashru Badal Jhare

অন্ধকারের অন্তরেতে অশ্রুবাদল ঝরে
অন্ধকারের অন্তরেতে অশ্রুবাদল ঝরে
লক্ষ্মীহীন, লক্ষ্মীহীন এ শূন্যপুরী
মন যে কেমন করে
অন্ধকারের অন্তরেতে অশ্রুবাদল ঝরে

কোথায় আলো, কোথায় আলো
আকাশভরা কালোয় কালো
কোথায় আলো, কোথায় আলো
আকাশভরা কালোয় কালো
ফিরব না আর, ফিরব না আর
মা-হারানো, প্রাণ কাঁদানো ঘরে
আয় সরযূ সজল সুরে শোকের গীতা গো
ডাকছে যেন করুণ সুরে কোথায় সীতা গো

কোথায় সীতা, কোথায় সীতা
জ্বলছে বুকে স্মৃতির চিতা
কোথায় সীতা, কোথায় সীতা
জ্বলছে বুকে স্মৃতির চিতা
কাজলা রাতের বেদন বাঁশি
বাজছে নীরব স্বরে
কাজলা রাতের বেদন বাঁশি
বাজছে নীরব স্বরে

অন্ধকারের অন্তরেতে অশ্রুবাদল ঝরে
অন্ধকারের অন্তরেতে অশ্রুবাদল ঝরে



Credits
Writer(s): K C Dey, Hemendra Kumar Roy
Lyrics powered by www.musixmatch.com

Link