Tumi Pathar Naki Pran

তুমি পাথর নাকি প্রাণ, ভগবান
তুমি আছ কিনা করো তা প্রমাণ
আজ তোমার পরীক্ষা, ভগবান
তুমি পাথর নাকি প্রাণ, ভগবান
তুমি আছ কিনা করো তা প্রমাণ
আজ তোমার পরীক্ষা, ভগবান

তুমি, প্রভু, করলে দয়া সাবিত্রী আর অহল্যাকে
লাজ বাঁচাতে সাড়া দিলে দ্রৌপদীরই কাতর ডাকে
তুমি, প্রভু, করলে দয়া সাবিত্রী আর অহল্যাকে
লাজ বাঁচাতে সাড়া দিলে দ্রৌপদীরই কাতর ডাকে

কেন আমার বেলায় পাথর তুমি
কেন, হে পাষাণ

আজ তোমার পরীক্ষা, ভগবান
তুমি পাথর নাকি প্রাণ, ভগবান
তুমি আছ কিনা করো তা প্রমাণ
আজ তোমার পরীক্ষা, ভগবান

দেখি তুমি জেতো নাকি হারো
আমার মাথার সিঁদুর তুমি মুছতে কেমন পারো
দেখি তুমি জেতো নাকি হারো
আমার মাথার সিঁদুর তুমি মুছতে কেমন পারো

ভাঙো আমার হাতের শাঁখা, সাহস তোমার দেখি
বেহুলাকে বর দিয়েছ, ভুলে গেছ সে কি?
ভাঙো আমার হাতের শাঁখা, সাহস তোমার দেখি
বেহুলাকে বর দিয়েছ, ভুলে গেছ সে কি?

দেখতে যে চাই আমার বেলায়
কী করো বিধান

আজ তোমার পরীক্ষা, ভগবান
তুমি পাথর নাকি প্রাণ, ভগবান
তুমি আছ কিনা করো তা প্রমাণ
আজ তোমার পরীক্ষা, ভগবান

যে তুমি রাবণকে বিনাশ করেছ
আজ কোথায়, উত্তর দাও?
যে তুমি নরসিংহ অবতারের রূপ ধরেছ
আজ কোথায়, উত্তর দাও?
যে তুমি কংসকে ধ্বংস করেছ
আজ কোথায়, উত্তর দাও?
যে তুমি মীরার বিষের পাত্র অমৃতে ভরেছ
আজ কোথায়, উত্তর দাও?

স্বর্গমর্ত্য তোমার রুদ্রতেজে দুলবে নাকি, প্রভু
আমার প্রশ্নের উত্তর দাও
ত্রিনয়ন তোমার তব খুলবে নাকি, প্রভু
হে পাথর, তুমি উত্তর দাও
উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও



Credits
Writer(s): Gouri Prasanna Majumdar, Neeta Sen
Lyrics powered by www.musixmatch.com

Link