Tini Ekti Belpatatei Tushta

তিনি একটি বেল পাতাতেই তুষ্ট
তিনি একটি বেল পাতাতেই তুষ্ট

আবার মেদিনীকে কাঁপান তিনি
যখনই হন রুষ্ট

তিনি একটি বেল পাতাতেই তুষ্ট
তিনি একটি বেল পাতাতেই তুষ্ট

তিনি হলেন রাজার রাজা
তার ইচ্ছে করে ভিখারি সাজা
তিনি হলেন রাজার রাজা
তার ইচ্ছে করে ভিখারি সাজা

তিনি যে শিব, করেন বিনাশ
অশিব এবং দুষ্ট

তিনি একটি বেল পাতাতেই তুষ্ট
তিনি একটি বেল পাতাতেই তুষ্ট

কুসুমকোমল হলেও তিনি বজ্র হতে জানেন
বুঝিয়ে দিলেই বোঝেন তিনি, সহজেই সব মানেন
কুসুমকোমল হলেও তিনি বজ্র হতে জানেন
বুঝিয়ে দিলেই বোঝেন তিনি, সহজেই সব মানেন
জটা দিয়ে গঙ্গা ঠেকান, দুঃখীকে যে দয়া দেখান
জটা দিয়ে গঙ্গা ঠেকান, দুঃখীকে যে দয়া দেখান

এ বিশ্বজগৎ বিশ্বনাথের
করুণাতে তুষ্ট

তিনি একটি বেল পাতাতেই তুষ্ট

আবার মেদিনীকে কাঁপান তিনি
যখনই হন রুষ্ট

তিনি একটি বেল পাতাতেই তুষ্ট
তিনি একটি বেল পাতাতেই তুষ্ট



Credits
Writer(s): Gouri Prasanna Mazumdar, Neeta Sen
Lyrics powered by www.musixmatch.com

Link