Amar Rabindranath, Pt. 1 (Recitation)

রবীন্দ্রনাথ আমার খুব কাছের মানুষ নন
আবার খুব দূরবর্তী দারুমূর্তিও নন
বয়েসের হিসেবে তিনি আমার থেকে ঠিক ৯০ বছরের বড়
কিন্তু যদি আমাকে একটি দ্বীপে নির্বাসন দেওয়া হয়
শুধুমাত্র দশটি বই বেছে নেবার অধিকার দিয়ে
আমি অন্তত চার-পাঁচটি বই নেব রবীন্দ্রনাথের
গল্পগুচ্ছ, তিনসঙ্গী তো নেবই, সঙ্গে থাকবে শেষের কবিতা, গীতবিতান
আর একটি বা দু'টি কবিতার বই

যদি ১১ বা ১২তম বইটি তুলে নিতে বলা হয় শেষ মুহূর্তে
তাহলে অবশ্যই নেব বিসর্জন বা ডাকঘর, শ্যামা বা রাজা
রবিজীবনী বা ওকাম্পো-রবীন্দ্রনাথ
ভয় হয় রবীন্দ্র রচনাবলী শেষে আমাদের সেই ধর্মগ্রন্থে পরিণত না হয়
যার কাছ থেকে বার বার অজ্ঞাত ভয় পালিয়ে গিয়েও ফিরে আসতে হয়
অজ্ঞাত এক আকর্ষণে



Credits
Writer(s): Mallika Sengupta, Arun Kalyan Sen
Lyrics powered by www.musixmatch.com

Link