Amar Rabindranath, Pt. 2 (Recitation)

রবীন্দ্রনাথ যখন এতটাই জনসাধারণের
তখন বলতেই পারি যে বাঙালীর basic need পাঁচটি নয়, ছ'টি
খাদ্য, বস্ত্র, বাসস্থান, প্রাথমিক শিক্ষা ও চিকিৎসা এবং রবীন্দ্রনাথ
এমন স্রষ্টাকে প্রণাম না জানিয়ে পারি না
তাঁর সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে হয়
এইসব সময়ে আমারও তাঁকে অলৌকিক বলে
ঠাকুর বলে বিশ্বাস করতে ইচ্ছে হয়

তাঁকে অর্ধেক বুঝে, অর্ধেক না বুঝে মনে হয়
তিনি এক অতিকায় টেরোডাকটিল
যার প্রাগৈতিহাসিক ডানার নিচে নিশ্চিন্তে ঘরকন্না করছে
আমাদের আবহমান সংস্কৃতি
বেলা, অবেলা ও কালবেলার মাঝখানে অনড় দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ
আমার রবীন্দ্রনাথ
তাঁকে প্রণাম



Credits
Writer(s): Mallika Sengupta, Arun Kalyan Sen
Lyrics powered by www.musixmatch.com

Link