Nayan Bhara Jal Go Tomar

নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল
নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল
ফুল নেবো, না অশ্রু নেবো
ফুল নেবো, না অশ্রু নেবো, ভেবে হই আকুল
নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল

ফুল যদি নিই তোমার হাতে
জল রবে গো নয়নপাতে
ফুল যদি নিই তোমার হাতে
জল রবে গো নয়নপাতে
অশ্রু নিলে ফুটবে না আর প্রেমের মুকুল

নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল

মালা যখন গাঁথো, তখন পাওয়ার সাধ যে জাগে
মোর বিরহে কাঁদো যখন, আরও ভালো লাগে
মালা যখন গাঁথো, তখন পাওয়ার সাধ যে জাগে
পেয়ে তোমায় যদি হারাই
দূরে দূরে থাকি গো তাই
ফুল ফোটায়ে যায় গো চলে চঞ্চল বুলবুল

নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল



Credits
Writer(s): Kazi Islam, Chitta Roy
Lyrics powered by www.musixmatch.com

Link