Phagoon Elo Tumi Ele Naa

ফাগুন এলো, তুমি এলে না
ফাগুন এলো, তুমি এলে না
বনে বনে জাগে কত ফুলদল
বনে বনে জাগে কত ফুলদল
তোমার বারতা আজি কেন মেলে না?
ফাগুন এলো...
তুমি এলে না
ফাগুন এলো তুমি এলে না
ফাগুন এলো...

তপন ভরা, তপন ভরা এ মধুযামিনী

তপন ভরা এ মধুযামিনী
গেল যে শুধু গেয়ে ব্যথা ভরা রাগিনী
তুমি কি পথের দিশা পেলে না?

ফাগুন এলো তুমি এলে না

বনে বনে জাগে কত ফুলদল
তোমার বারতা আজি কেন মেলে না?
ফাগুন এলো...

ফাগুন এলো তুমি এলে না

ফাগুন এলো...
ফাগুন এলো তুমি এলে না

ফাগুন এলো...

ফাগুন এলো...
ফাগুন এলো...
ফাগুন এলো তুমি এলে না



Credits
Writer(s): Pabitra Mitra, Chinmay Lahiri
Lyrics powered by www.musixmatch.com

Link