Bonotal Phule Phule Dhaka

বনতল ফুলে ফুলে ঢাকা
দূর নীলিমায় ওঠে চাঁদ বাঁকা
শুধু এই পথ চেয়ে থাকা
ভালো কি লাগে?

বনতল ফুলে ফুলে ঢাকা
দূর নীলিমায় ওঠে চাঁদ বাঁকা
শুধু এই পথ চেয়ে থাকা
ভালো কি লাগে?

বাতাসের ফাল্গুনী গান
ভরে তোলে আঙিনা বিতান
বাতাসের ফাল্গুনী গান
ভরে তোলে আঙিনা বিতান
দুলে ওঠে মাধবীর প্রাণ
কি অনুরাগে
কি অনুরাগে

বনতল ফুলে ফুলে ঢাকা

কপোতের বুকে ওই
কত সুখে কপোতী ঘুমায়
লীলাছলে বনলতা
কি সোহাগে তরুরে জড়ায়
কপোতের বুকে ওই
কত সুখে কপোতী ঘুমায়
লীলাছলে বনলতা
কি সোহাগে তরুরে জড়ায়

ফেলে আসা দু'টি কথা তার
ভোলা শুধু হলো না আমার
ফেলে আসা দু'টি কথা তার
ভোলা শুধু হলো না আমার
একা থাকা এত যে ব্যথার
বুঝিনি আগে
বুঝিনি আগে

বনতল ফুলে ফুলে ঢাকা
দূর নীলিমায় ওঠে চাঁদ বাঁকা
শুধু এই পথ চেয়ে থাকা
ভালো কি লাগে?



Credits
Writer(s): Ratu Mukherjee, Priyobrata
Lyrics powered by www.musixmatch.com

Link