Pathe Ebar Namo Sathi Pathe Hobe Path Chena

পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা
পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা
জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা
হবে চেনা, হবে জানা

অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে
এসো এবার দ্বিধার বাধা পার হয়ে
অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে
এসো এবার দ্বিধার বাধা পার হয়ে
তোমার আমার সবার স্বপন মেলাই প্রাণের মোহনায়

কিসের মানা?
হবে চেনা, হবে জানা
পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা

তখন এ গান তুলে তুফান, নবীন প্রাণের প্লাবণ আনে দিকে দিকে
কিসের বাধা?
বিপদ বরণ, মরণ হরণ
চরণ ফেলে সে যায় হেঁকে

তখন এ গান তুলে তুফান, নবীন প্রাণের প্লাবণ আনে দিকে দিকে
কিসের বাধা?
বিপদ বরণ, মরণ হরণ
চরণ ফেলে সে যায় হেঁকে

তখন তো আর শোষণ বাঁধন মানবো না
সবার এ দেশ, সবার ছাড়া তো জানবো না
তখন তো আর শোষণ বাঁধন মানবো না
সবার এ দেশ, সবার ছাড়া তো জানবো না
পরোয়া নেই আকাশ-বাতাস, হবে আশার পরোয়ানা

কিসের মানা?
হবে চেনা, হবে জানা

পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা
জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা
হবে চেনা, হবে জানা
পথে এবার নামো সাথী, নামো



Credits
Writer(s): Salil Choudhury
Lyrics powered by www.musixmatch.com

Link