Runner

Runner, গ্রামের ডাক হরকরা
রাতের পর রাত ক্লান্তিহীন
মানুষের সুখ-দুঃখের খবরের বোঝা বয়ে
সে পৌঁছে দেয় দোরে দোরে
কিন্তু তার খবর কে রাখে?

Runner ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে
Runner চলেছে খবরের বোঝা হাতে
Runner, runner, চলেছে runner
রাত্রির পথে পথে চলে, কোনো নিষেধ জানে না মানার
দিগন্ত থেকে দিগন্তে ছোটে runner, runner
কাজ নিয়েছে সে নতুন খবর আনার, runner

Runner ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে
Runner চলেছে খবরের বোঝা হাতে
Runner, runner, চলেছে runner
রাত্রির পথে পথে চলে, কোনো নিষেধ জানে না মানার
দিগন্ত থেকে দিগন্তে ছোটে runner, runner
কাজ নিয়েছে সে নতুন খবর আনার
Runner, runner

Runner, runner, জানা-অজানার বোঝা আজ তার কাঁধে
বোঝাই জাহাজ runner চলেছে চিঠি আর সংবাদে
Runner, runner, জানা-অজানার বোঝা আজ তার কাঁধে
বোঝাই জাহাজ runner চলেছে চিঠি আর সংবাদে

Runner চলেছে, বুঝি ভোর হয় হয়
Runner চলেছে, বুঝি ভোর হয় হয়
আরো জোরে, আরো জোরে, হে runner, দুর্বার দুর্জয়
তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন
আরো পথ, আরো পথ বুঝি লাল হয়, ও পূর্ব কোণ

অবাক রাতের তারারা, আকাশে মিটমিট করে চায়
কেমন করে runner সবেগে হরিণের মতো যায়?
অবাক রাতের তারারা, আকাশে মিটমিট করে চায়
কেমন করে runner সবেগে হরিণের মতো যায়?
কত গ্রাম, কত পথ যায় সরে সরে
শহরে runner যাবেই পৌঁছে ভোরে
কত গ্রাম, কত পথ যায় সরে সরে
শহরে runner যাবেই পৌঁছে ভোরে

হাতে লন্ঠন করে ঠনঠন, জোনাকিরা দেয় আলো
মাভৈঃ runner, এখনো রাতের কালো
হাতে লন্ঠন করে ঠনঠন, জোনাকিরা দেয় আলো
মাভৈঃ runner, এখনো রাতের কালো

এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে
পৃথিবীর বোঝা ক্ষুধিত runner পৌঁছে দিয়েছে মেলে
ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে
জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে
অনেক দুঃখে, বহু বেদনায়, অভিমানে, আনুরাগে
ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে

Runner, runner, এ বোঝা টানার দিন কবে শেষ হবে?
রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে? দিন কবে শেষ হবে?
ঘরেতে অভাব, পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া
পিঠেতে টাকার বোঝা, তবু এই টাকাকে যাবে না ছোঁয়া

রাত নির্জন, পথে কত ভয়, তবুও runner ছোটে
দস্যুর ভয়, তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে
রাত নির্জন, পথে কত ভয়, তবুও runner ছোটে
দস্যুর ভয়, তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে

কত চিঠি লেখে লোকে
কত সুখে, প্রেমে, আবেগে, স্মৃতিতে, কত দুঃখে ও শোকে
কত চিঠি লেখে লোকে
কত সুখে, প্রেমে, আবেগে, স্মৃতিতে, কত দুঃখে ও শোকে

এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনোদিনও
এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ
এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে
এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির খামে
এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে
এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির খামে

দরদে তারার চোখ কাঁপে মিটিমিটি
একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি
দরদে তারার চোখ কাঁপে মিটিমিটি
একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি

Runner, runner, কী হবে এ বোঝা বয়ে?
কী হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে?
Runner, runner, কী হবে এ বোঝা বয়ে?
কী হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে?

Runner, runner, ভোর তো হয়েছে, আকাশ হয়েছে লাল
আলোর স্পর্শে কেটে যাবে কবে এই দুঃখের কাল?
Runner, runner, ভোর তো হয়েছে, আকাশ হয়েছে লাল
আলোর স্পর্শে কেটে যাবে কবে এই দুঃখের কাল?

Runner, গ্রামের runner, সময় হয়েছে নতুন খবর আনার
Runner, runner, runner, runner, runner, runner, runner



Credits
Writer(s): Sukanta Bhattacharya, Salil Chowdhari
Lyrics powered by www.musixmatch.com

Link