Tumi Asbei

জানিনা কে দিয়েছিল পলাশকে তার ডাকনাম
জানিনা কতটা ঘন হলে মেঘ হবে ঘনশ্যাম
জানিনা কতটা কথা বলা হলে হবে কথকতা
জানিনা কিভাবে স্রোত ভেঙ্গে দেয় নদীর জড়তা
জানিনা ফুরোবে কবে বৃথা প্রশ্নের হয়রানি
উত্তর আসবে না, তুমি আসবেই আমি জানি

জানিনা কোন গুণীর তান পুড়ে হল তানপুরা
জানিনা শ্রীরাঁধিকার প্রিয় ছিল কিনা রাধাচূঁড়া
জানিনা শ্যামের বাঁশি সাঁওতালি সুরে বাজে কিনা
জানিনা গোঠের পথ, মথুরারও হদিস চিনিনা
জানিনা ঝুলনে আজও হয় কিনা মিঠে কানাকানি
উত্তর আসবে না, তুমি আসবেই আমি জানি

জানিনা তথাগতর স্তব কেন দুনিয়া বোঝেনি
জানিনা জুডাস কেন ভালোবেসে যিশুকে খোঁজেনি
জানিনা এ পৃথিবীর ঘাতকরা গান শোনে কিনা
জানিনা লালন শুনে ভাসে কেন বুকের আঙ্গিনা
জানিনা বিচার হলে কেন গান হয় না শুনানি
উত্তর আসবে না, তুমি আসবেই আমি জানি

জানিনা তিতুমিরের নাম কেন ব্যারিকেডে নেই
জানিনা রামপ্রসাদ কেন ফের মনে আসছেই
জানিনা সুমন তুমি কৃষিকাজ কেন যে জান না
জানিনা মানবজমি আবাদ ফলত কিনা সোনা
জানিনা কাঁদায় কেন সহজ সুরে শয়তানি
উত্তর আসবে না, তুমি আসবেই আমি জানি

জানিনা বয়েস হলে কেন প্রেমে এত পাক ধরে
জানিনা হৃদয় কেন রাত জেগে পায়চারি করে
জানিনা কোন কথার কোনখানে কোন মানে হয়
জানিনা সমানে কেন মনে হয়, হয়নি সময়
জানিনা গিটার কেন আমার প্রেমের রাজধানী
উত্তর আসবে না, তুমি আসবেই আমি জানি

উত্তর আসবে না, তুমি আসবেই আমি জানি



Credits
Writer(s): Suman Chattopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link