Chalo Badlai

তুমি ভেবেছিলে যাবে বদলে যাবে নতুন করে জীবনের রঙ
আমিও তোমার মতো সেই নতুনের অপেক্ষায় ছিলাম
তবু একটু একটু করে, সময়ের অগোচরে
গেলাম পুরনো হয়ে সবাই

শুধু বদলে যাওয়ার কথা বারবার হারিয়ে গেল এক দেয়ালের গায়
তবু বদলে যাওয়ার ইচ্ছে এখনো হঠাৎ কাঁদায়
তাই থাক, পড়ে থাক চৌরাস্তার মোড় যেখানে আছে
চলো, আমরাই, চলো, নিজেরাই বদলাই

আমি বদলাতে পারি তোমার চোখের ভাষা, তোমার ঠোঁটের রঙ
তুমি বদলাতে পারো আমার সবক'টা জামার বোতাম
চলো অদল-বদল হয়ে যাক তোমার-আমার শোবার-বসার ঘর
চলো, আমরাই, চলো, নিজেরাই বদলাই

আমি বদলাতে পারি নাম তোমার, বদলাতে পারি তোমার পদবী
তুমি তোমার ঘর-দোর, চৌকাঠ বদলাবে কি?
দেখো, সময় কেবল সময়, শুধুই সময় নিয়ে যাবে
চলো, আমরাই, চলো, নিজেরাই বদলে যাই

দেখো, এ জীবনে সময়ের নোংরামি আর হবে না পরিষ্কার
আর জীবনটাও আসবে না ফিরে আমাদের আরেকবার
তাই বদলে ফেলি যে যার বদলে যাওয়ার ভাবনাটাকে
চলো, আমরাই, চলো, নিজেরাই বদলাই



Credits
Writer(s): Anjan Dutta
Lyrics powered by www.musixmatch.com

Link