Dekhi Natun Natun Desh

দেখি নতুন নতুন দেশ, নতুন শহর
তবু আমায় যে পিছু ডাকে সেই খেলাঘর
দেখি নতুন নতুন দেশ, নতুন শহর
তবু আমায় যে পিছু ডাকে সেই খেলাঘর

জ্বলে নতুন দীপালি কত আকাশ পারে
যেন সকলই হারিয়ে যায় ঘন আঁধারে
জ্বলে নতুন দীপালি কত আকাশ পারে
যেন সকলই হারিয়ে যায় ঘন আঁধারে
শুধু তোমার প্রদীপখানি জ্বলে থরথর
জ্বলে থরথর

দেখি নতুন নতুন দেশ, নতুন শহর
তবু আমায় যে পিছু ডাকে সেই খেলাঘর

কত না কবির গাঁথা সুরে বাজানো
ভাবি তোমার কথাটি ছাড়া সবই সাজানো
কত না কবির গাঁথা সুরে বাজানো
ভাবি তোমার কথাটি ছাড়া সবই সাজানো

আজও এ পথে পেয়েছি কত সাথীর দেখা
তবু কেবলই হয়েছে মনে আমি যে একা
আজও এ পথে পেয়েছি কত সাথীর দেখা
তবু কেবলই হয়েছে মনে আমি যে একা
শুধু আমার আপন তুমি, আর সবই পর
আর সবই পর

দেখি নতুন নতুন দেশ, নতুন শহর
তবু আমায় যে পিছু ডাকে সেই খেলাঘর



Credits
Writer(s): Pulak Banerjee, Kanu Ghosh
Lyrics powered by www.musixmatch.com

Link