Tumi Eso Phire Eso

তুমি এসো, ফিরে এসো
যদি আসে ছেলেবেলা
দু'জনাতে হবে যেন
ঘর বাঁধা বাঁধা খেলা

তুমি এসো, ফিরে এসো
যদি আসে ছেলেবেলা
দু'জনাতে হবে যেন
ঘর বাঁধা বাঁধা খেলা

তুমি এসো, ফিরে এসো

জল টলটল ঢেউ চঞ্চল সেই নদী
জল টলটল ঢেউ চঞ্চল সেই নদী
সেই কৈশোর ছুঁয়ে উচ্ছল হয় যদি
তবে তখনই দেবো ভাসিয়ে
পাতাবাহারের সেই ভেলা

তুমি এসো, ফিরে এসো
যদি আসে ছেলেবেলা
দু'জনাতে হবে যেন
ঘর বাঁধা বাঁধা খেলা

তুমি এসো, ফিরে এসো

পৌষ পরবের, চৈত গাজনের সেই দেশে
পৌষ পরবের, চৈত গাজনের সেই দেশে
চলো একবার এই আমরা যাই ভেসে
বনচম্পার সেই মালাটি হোক স্বপ্নেই গেঁথে ফেলা

তুমি এসো, ফিরে এসো
যদি আসে ছেলেবেলা
দু'জনাতে হবে যেন
ঘর বাঁধা বাঁধা খেলা

তুমি এসো, ফিরে এসো
তুমি এসো, ফিরে এসো
তুমি এসো, ফিরে এসো



Credits
Writer(s): Pulak Banerjee, Kanu Ghosh
Lyrics powered by www.musixmatch.com

Link