Asharh Kotha Hote Aaj

আষাঢ়, কোথা হতে আজ পেলি ছাড়া
আষাঢ়, মাঠের শেষে শ্যামল বেশে ক্ষণেক দাঁড়া
দাঁড়া, দাঁড়া
আষাঢ়, কোথা হতে আজ পেলি ছাড়া
আষাঢ়

জয়ধ্বজা ওই যে তোমার গগনজুড়ে
পুব হতে কোন পশ্চিমেতে যায় রে উড়ে
জয়ধ্বজা ওই যে তোমার গগনজুড়ে
পুব হতে কোন পশ্চিমেতে যায় রে উড়ে
গুরুগুরু ভেরী কারে দেয় যে সাড়া

আষাঢ়, কোথা হতে আজ পেলি ছাড়া
আষাঢ়

নাচের নেশা লাগল তালের পাতায় পাতায়
হাওয়ার দোলায় দোলায় শালের বনকে মাতায়
নাচের নেশা লাগল

আকাশ হতে আকাশে কার ছুটোছুটি
বনে বনে মেঘের ছায়ায় লুটোপুটি
আকাশ হতে আকাশে কার ছুটোছুটি
বনে বনে মেঘের ছায়ায় লুটোপুটি
ভরা নদীর ঢেউয়ে ঢেউয়ে কে দেয় নাড়া

আষাঢ়, কোথা হতে আজ পেলি ছাড়া
আষাঢ়, মাঠের শেষে শ্যামল বেশে ক্ষণেক দাঁড়া
দাঁড়া, দাঁড়া
আষাঢ়



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link