Hridoye Mandrilo Damaru Guru Guru

হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু
ঘন মেঘের ভুরু কুটিল কুঞ্চিত
হল রোমাঞ্চিত বন বনান্তর
দুলিল চঞ্চল বক্ষোহিন্দোলে
মিলনস্বপ্নে সে কোন অতিথি রে

হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু
ঘন মেঘের ভুরু কুটিল কুঞ্চিত
হল রোমাঞ্চিত বন বনান্তর
দুলিল চঞ্চল বক্ষোহিন্দোলে
মিলনস্বপ্নে সে কোন অতিথি রে

সঘনবর্ষণ শব্দমুখরিত
বজ্রসচকিত ত্রস্ত শর্বরী
সঘনবর্ষণ শব্দমুখরিত
বজ্রসচকিত ত্রস্ত শর্বরী
মালতীবল্লরী কাঁপায় পল্লব করুণ কল্লোলে
কানন শঙ্কিত ঝিল্লিঝঙ্কৃত

হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু
ঘন মেঘের ভুরু কুটিল কুঞ্চিত
হল রোমাঞ্চিত বন বনান্তর
দুলিল চঞ্চল বক্ষোহিন্দোলে
মিলনস্বপ্নে সে কোন অতিথি রে
হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link