Ei Besh Bhalo

এই বেশ ভালো
লাল-সাদা-কালো
হাসি আর আলো
নাড়া দিলো এই মনটা

এই বেশ খাসা
প্রাণ খুলে হাসা
ঠুংঠাং-ঠুংঠাং-ঠুংঠাং ভাষা
রিকশার ওই ঘণ্টা

ট্রাম চলে, বাস চলে সব বাঁকা পথে
নেই তাতে, ভুল তো
আমি চলি সোজা পথে
দেখি তাতে ফলটি হয় উল্টো

সা-রে-গা-মা-পা-ধা-নি-সা
নি-সা-পা-মা-গা-রে সা

এই বেশ ভালো
লাল-সাদা-কালো
হাসি আর আলো
নাড়া দিলো এই মনটা

ঘোড়া চলে, গরু চলে, ওই গাধা চলে
কারও আছে দামড়ে
আমি যদি চলি তবে
তার মানে উল্টো বুঝলি, রাম রে

সা-রে-গা-মা-পা-ধা-নি-সা
নি-সা-পা-মা-গা-রে সা

এই বেশ ভালো
লাল-সাদা-কালো
হাসি আর আলো
নাড়া দিলো এই মনটা

হাতি চলে, ঘুস চলে
মেকি টাকা, সেও চলে যায় রে
আমি শুধু চিরদিনই
পিছে কেন পড়ে থাকি, হায় রে

সা-রে-গা-মা-পা-ধা-নি-সা
নি-সা-পা-মা-গা-রে সা

এই বেশ ভালো
লাল-সাদা-কালো
হাসি আর আলো
নাড়া দিলো এই মনটা

এই বেশ খাসা
প্রাণ খুলে হাসা
ঠুংঠাং-ঠুংঠাং-ঠুংঠাং ভাষা
রিকশার ওই ঘণ্টা



Credits
Writer(s): Nachiketa Ghosh, Gouri Prasanna Majumdar
Lyrics powered by www.musixmatch.com

Link