Tomader Natun Kunrir

তোমাদের নতুন কুঁড়ির নতুন মেলায়
রং ছড়াবে তোমরা
তখন আর গান শোনাতে আসবে না তো
এই যে বুড়ো ভোমরা

তোমাদের নতুন কুঁড়ির নতুন মেলায়
রং ছড়াবে তোমরা
তখন আর গান শোনাতে আসবে না তো
এই যে বুড়ো ভোমরা

সে যে সারাবেলা গুনগুনিয়ে
তোমাদের মন ভরিয়ে রাখত
তোমাদের কচি প্রাণে স্বপ্ন কত আঁকত

সে কথা পড়বে কি আর মনে?
আরো আসবে অনেক ভ্রমর হোমরাচোমরা
তখন আর গান শোনাতে আসবে না তো
এই যে বুড়ো ভোমরা

তোমাদের নতুন কুঁড়ির নতুন মেলায়
রং ছড়াবে তোমরা
তখন আর গান শোনাতে আসবে না তো
এই যে বুড়ো ভোমরা

যখন পড়বে খসে সুর ভরানো
এই যে দুটি পাখনা
বলবে জানি তোমরা তখন
যে গেছে সে যাক না, যাক না

তবু চেনো বা নাই চেনো
আমি তোমাদের কাছে কাছেই থাকব
তোমাদের চিরদিনই বুকে করে রাখব
বিদায় দাও না হাসিমুখে
আমায় বিদায় দাও না হাসিমুখে

আমি যাচ্ছি বলে মুখ করোনা গোমড়া
এই কুঁড়িটি আজ যে তরুণ
কাল সে বুড়ো ভোমরা

তোমাদের নতুন কুঁড়ির নতুন মেলায়
রং ছড়াবে তোমরা
তখন আর গান শোনাতে আসবে না তো
এই যে বুড়ো ভোমরা



Credits
Writer(s): Nachiketa Ghosh, Gouri Prasanna Majumdar
Lyrics powered by www.musixmatch.com

Link