Ami Je Jalsaghare - Female Vocals

আমি যে জলসা ঘরের বেলোয়ারি ঝাড়
আমি যে জলসা ঘরের বেলোয়ারি ঝাড়
আমি যে জলসা ঘরের...
নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গো আর
নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গো আর
আমি যে জলসা ঘরের...

আমি যে আতর, ওগো, আতরদানে ভরা
আমি যে আতর, ওগো, আতরদানে ভরা
আমারই কাজ হলো যে গন্ধে খুশী করা
কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার?
কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার?

আমি যে জলসা ঘরের...

হায় গো, কি যে আগুন জ্বলে বুকের মাঝে
হায় গো, কি যে আগুন জ্বলে বুকের মাঝে
বুঝেও তবু বলতে পারি না যে
আলেয়ার পিছে আমি মিছেই ছুটে যাই বারেবার
আলেয়ার পিছে আমি মিছেই ছুটে যাই বারেবার

আমি যে জলসা ঘরের বেলোয়ারি ঝাড়
আমি যে জলসা ঘরের...



Credits
Writer(s): Anil Bagchi, Gouri Prasanna Mazumdar
Lyrics powered by www.musixmatch.com

Link