Tunhu Mamo Monopran Hey

তুঁহুঁ মম মন প্রাণ হে
তুঁহুঁ মম মন প্রাণ হে

আমি তটিনী সম তোমারি সাগরে মিশে যাই

তুঁহুঁ মম মন প্রাণ হে
তুঁহুঁ মম মন প্রাণ হে

তব মধুপের প্রেম কুসুমে আমার খুঁজে পাই

তুঁহুঁ মম মন প্রাণ হে
তুঁহুঁ মম মন প্রাণ হে

তুমি জীবনে মরনে থাক হে
পরানে আমারে রাখ হে
তুমি জীবনে মরনে থাক হে

তব গানে মম অন্তর ভরে নিতে চাই

তুঁহুঁ মম মন প্রাণ হে
তুঁহুঁ মম মন প্রাণ হে

আমি যুগ যুগান্ত ধরিয়া
তোমারি মাঝারে মিশিয়া রয়েছি
জনম জনম ভরিয়া

ওগো জীবনে আমার আসিলে
আমারে যে ভালোবাসিলে
ওগো জীবনে আমার আসিলে

তুমি বিনা যেন এ আমির কোনো গতি নাই

তুঁহুঁ মম মন প্রাণ হে
তুঁহুঁ মম মন প্রাণ হে



Credits
Writer(s): Anil Bagchi, Gouri Prasanna Majumdar
Lyrics powered by www.musixmatch.com

Link