Ek Jhank Pakhider Mato Kichhu Roddur

এক ঝাঁক পাখিদের মতো কিছু রোদ্দুর
বাধা ভেঙে জানলার শার্শি সমুদ্দুর
এক ঝাঁক পাখিদের মতো কিছু রোদ্দুর
এলো আঁধারের শত্তুর

এক ঝাঁক পাখিদের মতো কিছু রোদ্দুর
বাধা ভেঙে জানলার শার্শি সমুদ্দুর
এক ঝাঁক পাখিদের মতো কিছু রোদ্দুর
এলো আঁধারের শত্তুর

বন্ধ ঘরের এই কোণ ছাড়িয়ে
রাস্তায় দিলো যারা পা বাড়িয়ে
বন্ধ ঘরের এই কোণ ছাড়িয়ে
রাস্তায় দিলো যারা পা বাড়িয়ে

সেই অন্ধকারের মন সঙ্গে নিয়ে যে
সূর্যের সাথে ওরা এলো কদ্দূর

এক ঝাঁক পাখিদের মতো কিছু রোদ্দুর
বাধা ভেঙে জানলার শার্শি সমুদ্দুর
এক ঝাঁক পাখিদের মতো কিছু রোদ্দুর
এলো আঁধারের শত্তুর

পায়ে পায়ে সন্ধ্যার ক্লান্তি নিয়ে
যারা যায় ফিরে ঘরে শহরে-নগরে
পায় কি মনে সূর্যের গতিবেগ
অস্তরাগের ছোঁয়া অন্তরে

পায়ে পায়ে সন্ধ্যার ক্লান্তি নিয়ে
যারা যায় ফিরে ঘরে শহরে-নগরে
পায় কি মনে সূর্যের গতিবেগ
অস্তরাগের ছোঁয়া অন্তরে

রাত্রি যেন এক রাজকন্যে
বন্দিনী হয়ে এই অরণ্যে
রাত্রি যেন এক রাজকন্যে
বন্দিনী হয়ে এই অরণ্যে

তার কান্নাভেজা মন, প্রশ্ন চোখেতে
আসবে কবে সেই রাজপুত্তুর

এক ঝাঁক পাখিদের মতো কিছু রোদ্দুর
বাধা ভেঙে জানলার শার্শি সমুদ্দুর
এক ঝাঁক পাখিদের মতো কিছু রোদ্দুর
এলো আঁধারের শত্তুর



Credits
Writer(s): Sudhin Dasgupta
Lyrics powered by www.musixmatch.com

Link