Aakash Pane Cheye Cheye

আকাশপানে চেয়ে চেয়ে
সারারাত জেগে জেগে
দেখেছি অনেক তারার ভিড়
অরুন্ধতী, স্বাতী, সপ্তঋষির খেলা
সব দেখেছি শুধু

চাঁদ দেখতে গিয়ে আমি
তোমায় দেখে ফেলেছি
চাঁদ দেখতে গিয়ে আমি
তোমায় দেখে ফেলেছি

কোন জোছনায় বেশি আলো
এই দোটানায় পড়েছি

চাঁদ দেখতে গিয়ে আমি
তোমায় দেখে ফেলেছি

বন্ধুরা সব বলে, এমন ধারা হলে
চোখ নাকি আর সারে না
বন্ধুরা সব বলে, এমন ধারা হলে
চোখ নাকি আর সারে না
যদি হঠাৎ এমন করে
কারও চোখেতে চোখ পড়ে
তবে দৃষ্টি নাকি ফেরে না

বলো তাহলে কি আমার এ চোখ
নষ্ট আমি করেছি

হায়রে, হায়রে, চাঁদ দেখতে গিয়ে আমি
তোমায় দেখে ফেলেছি
চাঁদ দেখতে গিয়ে আমি
তোমায় দেখে ফেলেছি

বন্ধুরা সব বলে, এমন ধারা হলে
ঘোর নাকি আর কাটে না
আমার প্রাণটা জ্বলে মরে
মন কেমন যেন করে
আমার কিছুই ভালো লাগে না

তাই চিন্তা করে পাই না বুঝে
বেঁচেছি কি মরেছি

হায়রে, হায়রে, চাঁদ দেখতে গিয়ে আমি
তোমায় দেখে ফেলেছি
চাঁদ দেখতে গিয়ে আমি
তোমায় দেখে ফেলেছি

কোন জোছনায় বেশি আলো
এই দোটানায় পড়েছি

চাঁদ দেখতে গিয়ে আমি
তোমায় দেখে ফেলেছি



Credits
Writer(s): Nachiketa Ghosh, Pulak Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link