Nilame Uthchhe Desh

নিলামে উঠছে দেশ
নিলামে উঠছে দেশ, কালক্ষণ, জীবন
বাঁচতে চাওয়াটা বিলাসিতা
বাজে প্রচারের ঢাক মগজটা করে তাক
বৃহন্নলাই আজ সীতা

হো হো হো নিলামে উঠছে দেশ, কালক্ষণ, জীবন
বাঁচতে চাওয়াটা বিলাসিতা
বাজে প্রচারের ঢাক মগজটা করে তাক
বৃহন্নলাই আজ সীতা

আমরা অকিঞ্চন জনতা-জনার্দন, ধর্মে-জিরাফে দু'য়ে আছি
সবাই পণ্য সেজে, কাকে কিনবে কে যে, গোটা দেশ জুড়ে সোনাগাছি

কেন বেঁচে আছি, বলো কেন বেঁচে আছি?
কেন বেঁচে আছি, বলো কেন বেঁচে আছি?
কেন বেঁচে আছি, বলো কেন বেঁচে আছি?
কেন বেঁচে আছি, বলো কেন বেঁচে আছি?

দূর্গা পূজোর মতো ফি-বছর vote
আদর্শ বদলায় হতে এক জোট
ধর্মের হাত ধরে সাজে অমায়িক
তবু নাকি এরা নয় সাম্প্রদায়িক

সামান্য tension, তদন্ত commission, গণতন্ত্রের মুখে মাছি
সবাই পণ্য সেজে, কাকে কিনবে কে যে, গোটা দেশ জুড়ে সোনাগাছি

কেন বেঁচে আছি, বলো কেন বেঁচে আছি?
কেন বেঁচে আছি, বলো কেন বেঁচে আছি?
কেন বেঁচে আছি, বলো কেন বেঁচে আছি?
কেন বেঁচে আছি, বলো কেন বেঁচে আছি?

সংবাদপত্র, দৈনিক বা পক্ষ
শকুনিও নাকি শোনা যায় নিরপেক্ষ
মহাভারতের কথা অমৃত সমান
পুনরাবৃত্তি সেই remake-এর গান

হাওলা-গাওলা সব শ্যাওলার মতো ভেসে গেলে দুই হাত তুলে নাচি
সবাই পণ্য সেজে, কাকে কিনবে কে যে, গোটা দেশ জুড়ে সোনাগাছি

কেন বেঁচে আছি, বলো কেন বেঁচে আছি, কী?
কেন বেঁচে আছি, বলো কেন বেঁচে আছি?
কেন বেঁচে আছি, বলো কেন বেঁচে আছি?
কেন বেঁচে আছি, বলো কেন বেঁচে আছি?
কেন বেঁচে আছি, বলো কেন বেঁচে আছি?
কেন বেঁচে আছি, বলো কেন বেঁচে আছি?



Credits
Writer(s): Nachiketa Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link