Dujon Bhayra Bhai

মোরা গুপি-বাঘ দুজন ভাইরা ভাই (ভাইরা ভাই)
মোরা গুপি-বাঘ দুজন ভাইরা ভাই (ভাইরা ভাই)
মোদের আর কোনো কাজ নেই (নাই কোনো কাজ নেই)
আর কোনো কাজ নাই
মোরা ভূতের রাজার বরের জোরে
ভূতের রাজার বরের জোরে (বরের জোরে বরের জোরে)
পরের ভুত ছাড়াই
মোদের আর কোনো কাজ নেই (নাই কোনো কাজ নেই)
শোনো করেও যদি ভুত ধরে
কেরেও যদি বুতে ধরে (ভুত ধরে ভূতে ধরে)
মোদের যেনো খবর করে
করেও যদি ভূতে ধরে (ভূতে ধরে)
মোদের যেনো খবর করে(খবর করে
শুন্ন্ডি দেশের রাজপ্রাসাদে মোদের ঠিকানয়
শুন্ন্ডি দেশের রাজপ্রাসাদে মোদের ঠিকানয়
মোরা আসবো দুজনায়
মোরা আসবো দুজনায় (আসবো দুজনায়)
ফিরে আসবো দুজনায় (আসবো দুজনায়)
আবার আসবো দুজনায় (আসবো দুজনায়)
দুজনায় দুজনায় দুজনায় (দুজনায় দুজনায় দুজনায়)



Credits
Writer(s): Satyajit Ray
Lyrics powered by www.musixmatch.com

Link