Deho Shoibalini Jole

দেহ-শৈবালিনী জলে
ললিত কমলদলে
বিহরে নীলমরালী
সদা কেলি কুতুহলে

দেহ-শৈবালিনী জলে
ললিত কমলদলে
বিহরে নীলমরালী
সদা কেলি কুতুহলে
দেহ-শৈবালিনী জলে

অপরূপা এ-হংসিনী
অপরূপা এ-হংসিনী
যেন মেঘে সৌদামিনী
অপরূপা এ-হংসিনী
যেন মেঘে সৌদামিনী

মধুর নূপুরধ্বনি
হতেছে পদযুগলে

বিহরে নীলমরালী
সদা কেলি কুতুহলে
দেহ-শৈবালিনী জলে

ভাবনা-মরালীসনে
মত্তলীলামৃতপানে
ভাবনা-মরালীসনে
মত্তলীলামৃতপানে
নৃত্য করে ক্ষণে ক্ষণে
হেরিলে সে মনোভুলে
নৃত্য করে ক্ষণে ক্ষণে
হেরিলে সে মনোভুলে

প্রেমিক বলে হংসীলীলা
প্রেমিক বলে হংসীলীলা
কে জানে আর বিনে লীলা
সৃষ্টি স্থিতির লীলাখেলা
লয় করে লীলাস্থলে

বিহরে নীলমরালী
সদা কেলি কুতুহলে
দেহ-শৈবালিনী জলে

পড়িয়ে মা ভবভ্রান্তে
জ্ঞানহারা যেন ক্রান্তে
পড়িয়ে মা ভবভ্রান্তে
জ্ঞানহারা যেন ক্রান্তে
হংসীরূপে এ-পাষন্ডে
স্থান দিও মা পদতলে
হংসীরূপে এ-পাষন্ডে
স্থান দিও মা পদতলে

বিহরে নীলমরালী
সদা কেলি কুতুহলে
দেহ-শৈবালিনী জলে
ললিত কমলদলে
বিহরে নীলমরালী
সদা কেলি কুতুহলে
দেহ-শৈবালিনী জলে



Credits
Writer(s): Ajoy Chakraborty, Premik
Lyrics powered by www.musixmatch.com

Link