Hridi Kunjakanane

হৃদি-কুঞ্জকাননে কে ওই কামিনী
হৃদি-কুঞ্জকাননে কে ওই কামিনী

সে যে ঘন কৃষ্ণ কাদম্বিনী
সে যে ঘন কৃষ্ণ কাদম্বিনী
কোলে খেলিছে সৌদামিনী
কোলে খেলিছে সৌদামিনী
কোলে খেলিছে সৌদামিনী

কুঞ্জকাননে কে ওই কামিনী
হৃদি-কুঞ্জকাননে কে ওই কামিনী

কিবা মধুর মূরতি, রূপের অপরূপ জ্যোতি
কিবা মধুর মূরতি, রূপের অপরূপ জ্যোতি
দেখে শরমে মরমে মরে মনমথ রথী
দেখে শরমে মরমে মরে মনমথ রথী

যেন কোটি চাঁদ নিঙড়ানো সুধা
যেন কোটি চাঁদ নিঙড়ানো সুধা
মায়ের সুধা-মাখা মুখখানি
মায়ের সুধা-মাখা মুখখানি
মায়ের সুধা-মাখা মুখখানি

কুঞ্জকাননে কে ওই কামিনী
হৃদি-কুঞ্জকাননে কে ওই কামিনী

রূপের নাহিকো সীমা, প্রেমের কনক-প্রতীমা
রূপের নাহিকো সীমা, প্রেমের কনক-প্রতীমা
আবার শ্যাম-অঙ্গে মিশায়ে সে রূপ ধরে শ্যামা
আবার শ্যাম-অঙ্গে মিশায়ে সে রূপ ধরে শ্যামা

তখন অসি-বাঁশী ভেদ থাকে না
তখন অসি-বাঁশী ভেদ থাকে না
বনমালী মুণ্ডুমালিনী
বনমালী মুণ্ডুমালিনী
বনমালী মুণ্ডুমালিনী

কুঞ্জকাননে কে ওই কামিনী
হৃদি-কুঞ্জকাননে কে ওই কামিনী

রূপের নাহি আদি-শেষ
ও রূপ স্বরূপে বিশেষ
রূপের নাহি আদি-শেষ
ও রূপ স্বরূপে বিশেষ
যেন অরূপ গাছে রূপের লতা জড়িত এ বেশ
যেন অরূপ গাছে রূপের লতা জড়িত এ বেশ

ওই রূপ-সাগরে ডুবলে পরে
ওই রূপ-সাগরে ডুবলে পরে
ওঠে নামরূপে ঢেউ আপনি
নামরূপে ঢেউ আপনি
নামরূপে ঢেউ আপনি

কুঞ্জকাননে কে ওই কামিনী
হৃদি-কুঞ্জকাননে কে ওই কামিনী

পরিব্রাজক বলে, "মন, হও এই বেলা চেতন"
পরিব্রাজক বলে, "মন, হও এই বেলা চেতন"
"একবার চৈতন্যে চৈতন্যময়ী কর দরশন"
"একবার চৈতন্যে চৈতন্যময়ী কর দরশন"

ওই চেতন-জলে ফুটন্ত ফুল
ওই চেতন-জলে ফুটন্ত ফুল
লোকে তাই বলে কমলিনী
লোকে তাই বলে কমলিনী
লোকে তাই বলে কমলিনী

কুঞ্জকাননে কে ওই কামিনী
হৃদি-কুঞ্জকাননে কে ওই কামিনী

সে যে ঘন কৃষ্ণ কাদম্বিনী
সে যে ঘন কৃষ্ণ কাদম্বিনী
কোলে খেলিছে সৌদামিনী
কোলে খেলিছে সৌদামিনী
কোলে খেলিছে সৌদামিনী

কুঞ্জকাননে কে ওই কামিনী
হৃদি-কুঞ্জকাননে কে ওই কামিনী
হৃদি-কুঞ্জকাননে কে ওই কামিনী



Credits
Writer(s): Prabrajak
Lyrics powered by www.musixmatch.com

Link