Chander Ashay Nibhayechhilam

চাঁদের আশায় নিভায়েছিলাম
যে দীপ আপন হাতে
চাঁদের আশায় নিভায়েছিলাম
যে দীপ আপন হাতে
অন্ধ পরাণ খুঁজিছে তাহারে
অন্ধ পরাণ খুঁজিছে তাহারে
জীবনের আঙিনাতে
চাঁদের আশায় নিভায়েছিলাম

আজিকে নয়ন যেদিকে ফিরাই
আঁধার কহিছে নাই, পথ নাই, পথ নাই
আলেয়ার আলো করে পরিহাস
আলেয়ার আলো করে পরিহাস
আলোকের ছলনাতে
চাঁদের আশায় নিভায়েছিলাম

বুকের গহনে লুকাইয়া কাঁদে
বেদনা মৌণব্রতী
পরাণ যখন আমারে শুধায়
পরাণ যখন আমারে শুধায়
কি হয়েছে তোর ক্ষতি?
কোনোদিন সাথী ছিলো আঁখি-ধার
তাহার সময় নাহি আজি আর
নাহি আজি আর
নয়নে আগুন জ্বালাইয়া তাই
নয়নে আগুন জ্বালাইয়া তাই
কাঁদিবো প্রাণের সাথে

চাঁদের আশায় নিভায়েছিলাম
যে দীপ আপন হাতে
অন্ধ পরাণ খুঁজিছে তাহারে
অন্ধ পরাণ খুঁজিছে তাহারে
জীবনের আঙিনাতে
চাঁদের আশায় নিভায়েছিলাম



Credits
Writer(s): Anil Biswas, Manna Dey
Lyrics powered by www.musixmatch.com

Link