Amay Akash Bollo

আমায় আকাশ বললো
আমায় আকাশ বললো
তোমার দু'চোখ মেঘ রঙ দিয়ে আঁকতে
শুনে সাগর বললো
সাগর বললো
তা কী করে হয় তার এত নীল থাকতে

আমি কাকে খুশি করি বলো
কাকে খুশি করি বলো

যখন ভাবছিলাম
তোমায় কী দেবো নতুন নাম
যখন ভাবছিলাম
তোমায় কী দেবো নতুন নাম
তখন পাখিরা বললো
তাদের নামেতে তোমায় এখনই ডাকতে
শুনে ফুলেরা বললো
ফুলেরা বললো
তা কী করে হয় তাদের এত নাম থাকতে

আমি কাকে খুশি করি বলো
কাকে খুশি করি বলো

যখন ভেবে না পাই
তোমায় কোথায় রাখতে চাই
যখন ভেবে না পাই
তোমায় কোথায় রাখতে চাই
তখন মন যে বললো
তোমায় এখনই মনের মধ্যে রাখতে
শুনে প্রেম যে বললো
প্রেম যে বললো
তা কী করে হয় তার এত সাধ থাকতে

আমি কাকে খুশি করি বলো
কাকে খুশি করি বলো

আমায় আকাশ বললো
আমায় আকাশ বললো
তোমার দু'চোখ মেঘ রঙ দিয়ে আঁকতে
শুনে সাগর বললো
সাগর বললো
তা কী করে হয় তার এত নীল থাকতে

আমি কাকে খুশি করি বলো
কাকে খুশি করি বলো



Credits
Writer(s): Pulak Banerjee, Pravash Dey
Lyrics powered by www.musixmatch.com

Link