Pousher Kachhakachhi Rod Makha

পৌষের কাছাকাছি রোদ মাখা সেইদিন
ফিরে আর আসবে কি কখনো
ফিরে আর আসবে কি কখনো
খুশি আর লজ্জার মাখামাখি সেই হাসি
তুমি আর হাসবে কি কখনও
তুমি আর হাসবে কি কখনও

মনোযোগ কার নাম না জেনে
অধরেতে কোনো সারা না এনে
মনোযোগ কার নাম না জেনে
অধরেতে কোনো সারা না এনে
দেখা আর না দেখার কাছাকাছি কোন রং
তুমি আর হাসবে কি কখনও
চোখে আর ভাসবে কি কখনো
কাব্য কি কথা সে ভাববো কি বিলাসে
মায়াজালে খুলবো কি তখনও
দু-একটি পাখিদের সে কাকলি শুনবো কি তখনও
সে বাতাস বাঁশি কিগো বাজাবে
সে আবেশ মনে মনে সাজাবে
বোঝার না বোঝার কাছাকাছি কোন গান
ভাল আর বাসবে কি কখনও
ভাল আর বাসবে কি কখনও
পৌষের কাছাকাছি রোদ মাখা সেইদিন
ফিরে আর আসবে কি কখনো
ফিরে আর আসবে কি কখনো
ফিরে আর আসবে কি কখনো



Credits
Writer(s): Provas Dey, Pulak Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link