Coffee Houser Sei Addata Aaj Aar Nei

Coffee house-এর সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই
আজ আর নেই

নিখিলেশ প্যারিসে, মঈদুল ঢাকাতে
নেই তারা আজ কোনো খবরে
গ্র্যাণ্ডের guitarist Goanese ডি সুজা
ঘুমিয়ে আছে যে আজ কবরে

কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে
পাগলা গারদে আছে রমা রয়
অমলটা ধুঁকছে দুরন্ত ক্যানসারে
জীবন করেনি তাকে ক্ষমা, হায়

Coffee house-এর সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই
আজ আর নেই

সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে
শুনেছি তো লাখপতি স্বামী তার
হীরে আর জহরতে আগাগোড়া মোড়া সে
গাড়িবাড়ি সবকিছু দামি তার

Art কলেজের ছেলে নিখিলেশ সান্যাল
বিজ্ঞাপনের ছবি আঁকতো
আর চোখভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে
ডি সুজাটা বসে শুধু থাকতো

ও, coffee house-এর সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই

একটা টেবিলে সেই তিন-চার ঘণ্টা
চারমিনার ঠোঁটে জ্বলত
কখনো বিষ্ণু দে, কখনো যামিনী রায়
এই নিয়ে তর্কটা চলতো

রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক
কাজ সেরে ঠিক এসে জুটতাম
চারটেতে শুরু হয়ে জমিয়ে আড্ডা মেরে
সাড়ে সাতটায় ঠিক উঠতাম

Coffee house-এর সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই

কবি কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগ
মুছে যাবে অমলের নামটা
একটা কবিতা তার হলো না কোথাও ছাপা
পেল না সে প্রতিভার দামটা

অফিসের social-এ amateur নাটকে
রমা রায় অভিনয় করতো
কাগজের reporter মঈদুল এসে রোজ
কী লিখেছে তাই শুধু পড়তো

Coffee house-এর সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই
আজ আর নেই

সেই সাত জন নেই আজ, টেবিলটা তবু আছে
সাতটা পেয়ালা আজও খালি নেই
একই সে বাগানে আজ এসেছে নতুন কুঁড়ি
শুধু সেই সেদিনের মালী নেই

কত স্বপ্নের রোদ ওঠে এই coffee house-এ
কত স্বপ্ন মেঘে ঢেকে যায়
কত জন এলো-গেলো, কতজনই আসবে
Coffee house-টা শুধু থেকে যায়

Coffee house-এর সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই
আজ আর নেই

কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই
আজ আর নেই



Credits
Writer(s): Suparnakanti Ghosh, Gauriprasanna Mazumder
Lyrics powered by www.musixmatch.com

Link